Monday, 10 November 2014

বাঙ্গালী-রোহিঙ্গা বিয়ে থামছেনা

ভোরের বাণী ডেস্ক, স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকে বলেছেন, বাংলাদেশের আইনকে পাশ কাটিয়ে রেজিষ্ট্রেশন না করে গোপনে এ ধরণের বিয়ে হচ্ছে।
তবে কিছুদিন আগে বিয়ে করেছেন, এমন দম্পতির বক্তব্য হচ্ছে, রেজিষ্ট্রশন না করলেও স্থানীয় লোকজনের উপস্থিতিতেই তারা বিয়ে করেছেন।তারা বিয়ের ক্ষেত্রে আইনী কোনো বাধা বা নিষেধাজ্ঞা মানতে রাজি নন।
প্রশাসন বলেছে, মিয়ানমার থেকে অবৈধভাবে আসা রোহিঙ্গাদের বৈধতা বা নাগরিকত্ব না দেওয়ার জন্য তাদের সাথে বাংলাদেশিদের বিয়ের ব্যাপারে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে।

Sunday, 9 November 2014

Bangladesh President urges for permanent solution to Rohingya issue


By Prothom Alo
November 09, 2014

Beijing -- President Abdul Hamid on Sunday said Bangladesh and Myanmar should work together to find out effective mechanisms for a permanent solution to the long-pending Rohingya issue.

"The continued influx of Myanmar refugees to Bangladesh has created enormous socio-economic problems in Bangladesh's bordering districts of Cox's Bazar and Banbarban. Both countries should work together to find out fruitful mechanisms for resolving the problem," he said.